মৃত্যু তুমি আসবে কেমনে
কোন দেশ এ, কোন রূপে?
আসবে কি ঝড়ের বেগে,
ঘূর্ণির পাঁকে, পেঁচিয়ে নিতে?
কিম্বা আসবে বীর সৈনিকের বেশে,
তোমার জয়ের ঘোষণা, যুদ্ধ শেষে?
আসবে কি তুমি নিঝুম রাতে,
মন ভোলানো এক স্বপনের সাথে?
কিম্বা একদিন চলার পথে,
নিয়ে জাবে খেলার ছলে, হাতটা ধরে?
মৃত্যু তুমি নীরব কেন?
প্রশ্ন গুলোর উত্তর কি জান?
তবে তুমি থাকবে, আমি জানি,
বন্ধু হয়ে, শেষ বেলার সহযাত্রী।
#amarbanglakobitagd
#straightfromtheheartgd
#huesoflifepoetrygd