বাদুড় ঝোলা মানুষের ভীড় ট্রেনে বাসে
নতুন বছর ঢুকবে মাঝে এঁকে-বেকে।
দুষন ভরা আকাশ থেকে নামতে গিয়ে
নতুন বছর গাড়ির ধোঁয়ায় আটকে থাকে।
কন্কূইট এর জন্গল মাঝে একটা গাছ
দীর্ঘশ্বাসে নতুন বছরকে দিচ্ছে ডাক।
হিমেল হাওয়া কাঁপিয়ে হাড় বস্তি টায়।
নতুন বছর ছোট্টো ছেলের শিকনী বয়ে।
লালু, কালুর দলবলের ঘুমের ব্যাঘাত করে
লাউডস্পিকারে গানের তালে নতুন বছর ঘোরে।
“তোদের গ্রামে আসবে এবার নতুন বছর
তোদের নেতা, ফিরবো আমি, আগামী বছর।”
নতুন বছর? সে আবার কোন গাঁ থেকে আসে?
আধ পেটা খেয়ে শিবু মুন্ডা ভেবেই মরে।