কাল পথের ধারের
দুর্গা মন্ডপ এর পাশ দিয়ে জেতে গিয়ে দেখি,
মন্ডপ এ আলো জ্বলছে,
ঠাকুরের প্রতিমা এসে গেছে।
নেচে উঠলো মনে টা।
একটু হিমেল হাওয়ার অনুভুতি পেলাম নাকি?
আর একটা পুজো
এসে গেলো বুঝি?
আবার সেই পাগল করা দিনগুলো ফিরে আসবে।
খুশির একটা আমেজ।
ছুটে জেতে ইচ্ছে জাগা মন,
পাহাড়, জংগল, সমুদ্রের নিমন্ত্রণ।
শৈশব এর দিনগুলোর শ্রীতিমনথন।
নুতন পোষাক এর গন্ধ নিয়ে
আবার এসে গেলো
আর একটা পুজো?
বন্ধু কে খোঁজার তাগিদ নিয়ে,
আড্ডা আর হৈচৈ এ জানান দিতে,
রোজনামচা জিবন এর ছন্দ ভাঁংতে
আবার এসে গেলো
আর একটা পুজো?
ঢ়াকের শব্দ আসবে ভেসে,
ঘুমের দেশের সিমানা শেষে।
আলোর রোশনাই, শিল্পির শ্রৃষ্টি।
করজোড়ে দাঁড়িয়ে ছেলেটা,
অপলক দৃষ্টি।
আবার এসে গেলো
আর একটা পুজো।
